ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বচন

প্রকাশিত: ০৪:৩০, ১২ নভেম্বর ২০১৪

বচন

অন্ধের নড়ি কাঙ্গালের কড়ি। অর্থ : অন্ধের সম্বল লাঠি, আর গরিবের সম্বল টাকা-পয়সাÑ এ কথা বোঝাতে বলা হয়। অধিক দুঃখে না হইও কাতর, অধিক ধনে না হইও চিতোর। অর্থ : অধিক দুঃখে কাতর ও অধিক ধনে গর্বিত হতে নেইÑ এ কথা বোঝাতে বলা হয়।
×