ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বৃদ্ধ ও বয়স্ক লোকদের প্রতি অবহেলা দূর করুন

প্রকাশিত: ০৪:২৭, ১২ নভেম্বর ২০১৪

বৃদ্ধ ও বয়স্ক লোকদের প্রতি অবহেলা দূর করুন

যাদের লালন-পালনে আজ আমরা এই পৃথিবী দেখতে পারছি তারাই আজ তাদের পিতা-মাতা বা অভিভাবকদের প্রতি চরম অবহেলা প্রদর্শন করছে এটা বড়ই দুঃখজনক এবং বেদনাদায়ক। যেটা আমাদের সমাজে পূর্বে ছিল না তা এখন আমাদের সমাজে শুরু হয়েছে। তা হচ্ছে পিতা-মাতা যখন বয়স্ক হয়ে পড়ে তখন ছেলেমেয়েরা তাদেরকে বোঝা হিসেবে মনে করে। অনেক সন্তান প্রতিষ্ঠিত হলে তার পিতা-মাতাকে সমাজে পরিচয় দিতে দ্বিধাবোধ করে। এতে পিতা-মাতারা যে কষ্ট পান তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। অনেক সন্তান নিজের কাছে পিতা-মাতাকে না রেখে দেশের বাড়ি অথবা কোন প্রাইভেট নিবাসে বা বৃদ্ধাশ্রমে রেখে দেয়। যখন পিতা-মাতাকে সেবা করা প্রয়োজন, যখন বয়স্ক ভারে পিতা-মাতারা কোন কাজ করতে পারে না তখন তাদের ছেলেমেয়েরা সাধারণত আর মূল্যায়ন করে না। আমাদের সমাজে এ ধরনের প্রচলন আগে ছিল না। যে সকল ছেলেমেয়েকে পিতা-মাতারা উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছেন, তারাই বিদেশে চাকরি করার সুযোগের কারণে দেশে অবস্থিত পিতা-মাতাকে দেখাশোনা করতে পারে না বিধায় অনেক ক্ষেত্রে সে সকল ছেলেমেয়ের পিতা-মাতাকে বিদেশের মতো নিবাসস্থলে রেখে দেয়। মাসে প্রয়োজনীয় খরচ পাঠায় বা নাও পাঠায়। তবে ইদানীং দেশে অনেকে পরিবারের শান্তি বজায় রক্ষার্থে স্ত্রী-ছেলেমেয়েদের চাপে গৃহকর্তা তার বাবা মাকে নিজের কাছে রাখার সুযোগ পায় না। এটাও ঠিক নয়। পিতা-মাতার যদি সম্পদ-সম্পত্তি থেকে থাকে তাও অনেক ক্ষেত্রে ছেলেমেয়ে লিখে নিয়ে বাবা-মাকে তাঁর মর্যাদা দিতে ভুলে যায়। আল্লাহ যেন শক্তি ও সুযোগ দেয় কোন পরিবারে বৃদ্ধ বয়সে পিতা-মাতাকে কেউ যেন অবহেলা না করে তাতে তাদের কষ্ট কখনও বৃথা যায় না। সে জিনিসটা ছেলেমেয়ে, স্ত্রী, নাতি-নাতনি সবাইকে আজ অনুধাবন করতে হবে। পিতা-মাতা থেকে বড় কিছু নেই। তারা বহু কষ্ট করে আমাদের বড় করেছেন তাই কোনভাবেই তাঁদের মনে কষ্ট দেয়া উচিত হবে না। আসুন যাদের পিতা-মাতা বেঁচে আছেন তাদের একটু হলেও সেবা-শুশ্রƒষা করার চেষ্টা করি। কারণ এ পৃথিবীতে পিতা-মাতার চেয়ে বড় কিছু নেই। নিজের সামর্থ্য থাকলে কোনভাবেই পিতা-মাতাকে বৃদ্ধ বয়সে নিবাসস্থলে না পাঠানোই ভাল। তাই বৃদ্ধ ও বয়স্ক লোকদের কেউ যেন কখনও অবহেলা বা অশ্রদ্ধা না করে সে দিকটা দেখার জন্য সমাজের প্রতি অনুরোধ জানাচ্ছি।
×