ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গাজায় আরাফাতের মৃত্যুবার্ষিকী অনুষ্ঠান বাতিল

প্রকাশিত: ০৪:২২, ১২ নভেম্বর ২০১৪

গাজায় আরাফাতের মৃত্যুবার্ষিকী অনুষ্ঠান বাতিল

দুই তরুণ ইসরাইলীকে ছুরিকাঘাতে হত্যা করার ঘটনা ফিলিস্তিনী-ইসরাইলী উত্তেজনার মাত্রা আরও চড়িয়ে দিয়েছে। মঙ্গলবার ফিলিস্তিনীদের অবিসম্বাদিত নেতা ইয়াসির আরাফাতের ১০তম মৃত্যুবার্ষিকী পালনের প্রাক্কালে পরিস্থিতিতে এরূপ অঘটন ঘটে। খবর এএফপির। ইসরাইলের দ্বিতীয় বৃহত্তম শহর তেল আবিবে সোমবারের সহিংসতার সূচনা হয়। সে সঙ্গে পশ্চিম তীরের উত্তরাঞ্চল থেকে আগত এক ফিলিস্তিনি কিশোর ১০ বছর বয়স্ক। সে এক ফিলিস্তিনি সৈন্যকে ছুরিকাঘাত করে। সৈন্যটি পরে হাসপাতালে মারা যায়। হত্যাকারী পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু পরে গ্রেফতার হয়। এর কয়েকঘণ্টা পর পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলে আলোন শভুত বসতির বাইরে তিন ফিলিস্তিনীর ওপর হামলা চালিয়ে এক তরুণীকে হত্যা ও অন্য দু’জনকে আহত করা হয়। এরপর হামলাকারী এক নিরাপত্তা রক্ষীর গুলিতে গুরুতরভাবে আহত হয়। ওইসব ঘটনার আগে অধিকৃত পূর্ব জেরুজালেমে ও এর আশপাশে মাসের পর মাস ধরে সংঘর্ষ চলে। পুলিশ এক নিয়মিত গ্রেফতার অভিযানকালে এক আরব-ইসরাইলি তরুণকে গুলি করে হত্যার পর গত সপ্তাহান্তে ইসরাইলের আরব এলাকাগুলোতে অসন্তোষ ছড়িয়ে পড়ে। গাজা এলাকায় নিরাপত্তাজনিত কারণে আরাফাতের ১০তম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠান বাতিল করা হয়েছে। তবে পশ্চিম তীরে এরূপ অনুষ্ঠান চলবে।
×