ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নবম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৪:১৯, ১২ নভেম্বর ২০১৪

নবম শ্রেণির পড়াশোনা

নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর পূর্ব প্রকাশের পর ২৭.‘চন্দ্রমুখ’ শব্দটির বাসবাক্য কোনটি? ক) চন্দ্রের ন্যায় মুখ খ) চন্দ্ররূপ মুখ গ) মুখ চন্দ্রের ন্যায় ঘ) মুখ ও চন্দ্র ২৮. ‘পরাকাষ্ঠা’ শব্দটির ‘পরা’ উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে। ক) সম্যক খ) সামান্য গ) আগ্রহ ঘ) আতিশয্য ২৯. রাশি রাশি ধন এখানে ‘রাশি’ কী অর্থ প্রকাশ করেছে? ক) আধিক্য খ) সামান্য গ) আগ্রহ ঘ) পৌনঃপুনিকতা ৩০. মৌলিক ধাতুগুলোকে কয় শ্রেণীতে ভাগ করা যায়? ক) দুই শ্রেণীতে খ) চার শ্রেণীতে গ) তিন শ্রেণীতে ঘ) পাঁচ শ্রেণীতে ৩১. ‘যে বিষয়ে কোনো বিতর্ক নেই’Ñএক কথায় কী হবে? ক) অপরিণামদর্শী খ) অবিমৃষ্যকারী গ) অবিসংবাদী ঘ) বিতর্কিত ৩২.‘কাল সন্ধ্যায় বৃষ্টি পড়ছিল’ এখানে ‘পড়ছিল’ ক্রিয়াপদটি কোন কালের উদাহরণ? ক) ঘটমান অতীত কাল খ) পুরাঘটিত অতীত কাল গ) নিত্যবৃত্ত অতীত কাল ঘ) সাধারণ অতীত কাল ৩৩. বাংলা ভাষায় ধাতুর গণ কয়টি? ক) আঠারটি খ) বিশটি গ) একুশটি ঘ) উনিশটি ৩৪. কেবলমাত্র ইতর প্রাণীর ক্ষেত্রে ব্যবহৃত হয় এমন বহু বচনবোধক শব্দ কোনগুলো? ক) রাজি , রাশি খ) কুল, সমূহ গ) গুচ্ছ, পুঞ্জ ঘ) পাল, যূথ ৩৫. কোনটি যোগরূঢ় শব্দের উদাহরণ? ক) সন্দেশ খ) কর্তব্য গ) বাবুয়ানা ঘ) পঙ্কজ ৩৬. কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া নিমিত্ত অর্থ প্রকাশ করছে? ক) মেয়েটি গাইতে জানে খ) সে খেতে ভালোবাসে গ) মেলা দেখতে ঢাকা যাব ঘ) দেখতে দেখতে সে এসে গেল ৩৭. সামীপ্য অর্থে কোন বাক্যে ঐকদেশিক অধিকরণের প্রয়োগ হয়েছে? ক) সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয় খ) রাজার দুয়ারে হাতি বাঁধা গ) খোকন অঙ্কে কাঁচা ঘ) আকাশে চাঁদ উঠেছে ৩৮.‘ডিঙি’ শব্দে আ প্রত্যয়যুক্ত হলে কী অর্থে ব্যবহৃত হয়? ক) বৃহদার্থে খ) ক্ষুদ্রার্থে গ) অবজ্ঞার্থে ঘ) ভিন্নার্থে ৩৯. প্রশ্ন জিজ্ঞাসায় ক্রিয়ার কোন ভাব হয়? ক) নির্দেশক ভাব খ) অনুজ্ঞা ভাব গ) সাপেক্ষ ভাব ঘ) আকাক্সক্ষা প্রকাশক ভাব ৪০.বাংলা ব্যাকরণের পরাশ্রয়ী বর্ণ কোনগুলি? ক) ঙ, ঞ, ম খ) ঃ, ং, ঁ গ) জ, য, ৎ ঘ) ঘ,শ,ষ,স ৪১. ওহফঁংঃৎু রং ঃযব ৎড়ড়ঃ ংঁপপবংং এর সঠিক অনুবাদ কোনটি ক) পরিশ্রম উন্নতির মূল খ) উন্নতির মূলেই রয়েছে পরিশ্রম গ) পরিশ্রমী ব্যক্তির উন্নতি সম্ভব ঘ) পরিশ্রম ছাড়া উন্নতি হয় না ৪২. অনুবাদ কোন্ প্রকার হবে তা কিসের উপর নির্ভর করে? ক) ভাবের ওপর খ) বিন্যাসের ওপর গ) বিষয়ের ওপর ঘ) লেখনীর ওপর ৪৩. ঐব রং ড়ঁঃ ড়ভ ষঁপশ.-এর সঠিক অনুবাদ কোনটি? ক) সে ভাগ্যের বাইরে খ) তার পোড়া কপাল গ) সে ভাগ্য হারিয়েছে ঘ) সে ভাগ্য নষ্ট করেছে ৪৪. ঃযব ষড়াব ড়ভ সড়ঃযবৎ রং হবাবৎ বীযধঁংঃবফ-এর অর্থ কোনটি ক) মাতৃস্নেহ সমীহীন খ) মাতৃস্নেহের ভা-ার অফুরন্ত গ) মাতৃস্নেহ কখনো নিঃশেষিত হয় না ঘ) মাতৃস্নেহ চিরন্তন ও অফুরন্ত ৪৫. অনুবাদের ক্ষেত্রে মূল বাক্য অতি দীর্ঘ হলে কী করতে হবে? ক) বাক্য দীর্ঘই রাখতে হবে খ) কেবল দু’টি বাক্য করতে হবে গ) বাক্য সংক্ষিপ্ত করে নিতে হবে ঘ) ভেঙে ছোট ছোট বাক্য করতে হবে ৪৬. বৈষয়িক ব্যাপারে সরকারি পৃষ্ঠপোষকতায় আইনানুসারে লিখিত পত্রকে কী বলে? ক) দলিলপত্র খ) স্মারকপত্র গ) যোগাযোগপত্র ঘ) মানপত্র ৪৭. পত্র প্রধানত কয় প্রকার? ক) তিন প্রকার খ) চার প্রকার গ) দুই প্রকার ঘ) পাঁচ প্রকার ৪৮. সাক্ষীর স্বাক্ষর থাকা প্রয়োজন কোন ধরনের পত্রে? ক) মানপত্রে খ) চুক্তিপত্রে গ) স্মারকলিপিতে ঘ) নিমন্ত্রণপত্রে ৪৯. প্রবাসী বন্ধুকে লেখা পত্রের ঠিকানা কোন ভাষায় লিখতে হবে? ক) ইংরেজী ভাষায় খ) বাংলা ভাষায় গ) অবস্থানকারী দেশের ভাষায় ঘ) বিদেশী ভাষায় ৫০. সুলিখিত পত্র অনেক সময় কোন মর্যাদা লাভ করে? ক) আভিধানিক খ) সামাজিক গ) সাহিত্যিক ঘ) ঐতিহাসিক উত্তরমালা : ১.গ ২.ক ৩.ঘ ৪.ক ৫.খ ৬.গ ৭.ক ৮.গ ৯.গ ১০.ক ১১.ক ১২.ঘ ১৩.ক ১৪.গ ১৫.ক ১৬.গ ১৭.ক ১৮.খ ১৯.ঘ ২০.খ ২১.ঘ ২২.ক ২৩.খ ২৪.ঘ ২৫.ক ২৬.ঘ ২৭.ক ২৮.ঘ ২৯.ক ৩০.গ ৩১.গ ৩২.ক ৩৩.খ ৩৪.ঘ ৩৫.ঘ ৩৬.গ ৩৭.খ ৩৮.ক ৩৯.ক ৪০. খ ৪১.ক ৪২.ক ৪৩.খ ৪৪.গ ৪৫.ঘ ৪৬.ক ৪৭.গ ৪৮.খ ৪৯.ক ৫০.গ
×