ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এস এস সি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৪:১৭, ১২ নভেম্বর ২০১৪

এস এস সি পরীক্ষার প্রস্তুতি

প্রিয় শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও। আজ তোমাদের ৫ম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি বহুনির্বাচনি প্রশ্নের উত্তর আলোচনা করব। ৫ম অধ্যায় বাজারজাতকরণ : ১। গুদামজাতকরণের মাধ্যমে পণ্যের যে উপযোগিতা সৃষ্টি হয় তা হচ্ছে ক) স্থানগত উপযোগিতা খ) কালগত উপযোগিতা গ) ঝুঁকি প্রতিরোধকারী উপাযোগিতা ঘ) অর্থসংস্থানগত উপযোগিতা ২। কৃষি পণ্যের জন্যে অপরিহার্য কোনটি? ক) প্রমিতকরণ খ) গুদামজাতকরণ গ) পরিবহন ঘ) মোড়কীকরণ ৩। স্থানীয় পাইকার, দালাল, ফড়িয়া প্রভৃতি ব্যক্তিরা কাঁচা পাট ক্রয় করে শহর বন্দরে কার নিকট বিক্রি করে? ক) গুদাম মালিকের নিকট খ) শিল্পের মালিকের নিকট গ) আঞ্চলিক পাইকারদের নিকট ঘ) আড়তদারদের নিকট ৪। জাপানে তৈনি ফ্রিজ বা ঘড়ি বাংলাদেশের মানুষ ব্যবহার করতে পারার কারণ কী? ক) পরিবহন ব্যবস্থার জন্যে খ) গুদামজাতকরণের জন্যে গ) পর্যায়িতকরণের জন্যে ঘ) প্রমিতকরণের জন্যে ৫। পাটের দর নির্ধারণের ক্ষেত্রে কার পদক্ষেপ যুক্তিযুক্ত। ক) সমবায় সমিতির খ) সরকারের গ) দালাল চক্রের ঘ) বাংলাদেশ শিল্প ব্যাংক নিচের অনুচ্ছেদটি পড় এবং ৬-৯নং প্রশ্নের উত্তর দাও বাজারজাতকরণের মাধ্যমে স্থানগত, সময় জ্ঞানসংক্রান্ত ও স্বত্বগত উপযোগ সৃষ্টি করে থাকে। ফলে ক্রেতা ও ভোক্তা অল্প সময়ের মধ্যে চাহিদামতো সময়ে পণ্য পেতে পারে। ৬। বাজারজাতকরণের বৈশিষ্ট্য হলোÑ ক) দর কষাকষি খ) মূল্য গ) জনসমাবেশ ঘ) উপযোগ সৃষ্টি ৭। শীতকালে উৎপাদিত আলু আমরা সারা বছর ভোগ করি কীসের মাধ্যমে? ক) গুদামজাতকরণের মাধ্যমে খ) পরিবহনের মাধ্যমে গ) ক্রয়-বিক্রয়ের মাধ্যমে ঘ) বিজ্ঞাপনের মাধ্যমে ৮। পণ্যের স্বত্বগত উপযোগ একই জাতীয় পণ্যের ভাগ করাকে বলা হয়Ñ ক) প্রমিতকরণ খ) পর্যায়িতকরণ গ) শ্রেণি বিন্যাসকরণ ঘ) মোড়কীকরণ ১০। মোড়কীকরণের উদ্দেশ্য হলো র) পণ্যদ্রব্য পচর ও নষ্ট হওয়া থেকে রক্ষা করা রর) পণ্যের চাহিদা ও সরবরাহের মধ্যে সমতা রক্ষা করা ররর) পণ্যকে আকর্ষণীয় ও চমৎকার করে তোলা নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র ও রর ১১। ভোক্তাদের জ্ঞানসংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করার সামগ্রিক প্রক্রিয়া হলো ক) বিজ্ঞপ্তি খ) প্রচারপত্র গ) পোস্টার ঘ) বিজ্ঞাপন ১২। কার নিকট থেকে বাংলাদেশ সরকার নির্দিষ্ট দামে ধান ক্রয় করে? ক) খুচরা ব্যবসায়ীদের খ) দরিদ্র লোকদের গ) কৃষকদের ঘ) পাইকার ও আড়তদারদের ১৩। বাংলাদেশে ক্ষুদ্র শিল্প গড়ে ওঠেছে কীসের উদ্যোগে? ক) বিসিক-এর খ) বিসিসি-এর গ) বিএসআইসি-এর ঘ) বিএসসি-এর ১৪। ধান, চাল, গোল আলু, শাকসবজি, আম নারিকেল, তরমুজ, কলা প্রভৃতি বিক্রয়ের ক্ষেত্রে প্রযোজ্য- র) উৎপাদনকারী রর) খুচরা ব্যবসায়ী ররর) পাইকার নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) রও রর ১৫। আড়তদাররা তাদের সংগৃহীত পাট কাদেরকে সরবরাহ করে? ক) খুচরা ব্যবসায়ীদের খ) মিল মালিকদের গ) স্থানীয় পাইকারদের ঘ) ফড়িয়াদের উত্তরমালা : ৫ম অধ্যায়: ১.খ ২.খ ৩.ঘ ৪.ক ৫.খ ৬.ঘ ৭.ক ৮.গ ৯.খ ১০.গ ১১.ঘ ১২.গ ১৩.ক ১৪.খ ১৫.খ
×