ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইউনাইটেড পাওয়ারের আইপিও অনুমোদন

প্রকাশিত: ০৪:১৩, ১২ নভেম্বর ২০১৪

ইউনাইটেড পাওয়ারের আইপিও অনুমোদন

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে টাকা উত্তোলনের অনুমোদন পেয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ইউপিজিসিএল)। মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৩১তম সভায় এ কোম্পানির আইপিও অনুমোদন দেয়া হয়। বিএসইসি সূত্রে এ তথ্য জানা যায়। ইউনাইটেড পাওয়ার পুঁজিবাজারে ৩ কোটি ৩০ লাখ শেয়ার ছেড়ে ২৩৭ কোটি টাকা সংগ্রহ করবে। কোম্পানিটি বুক বিল্ডিং পদ্ধতিতে ১০ টাকা ফেসভ্যালুর সঙ্গে ৬২ টাকা প্রিমিয়ামসহ ৭২ টাকা দরে শেয়ার ইস্যু করবে বাজারে। এর মধ্যে ৪০ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৬০ শতাংশ ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারী, এনআরবি, মিউচুয়াল ফান্ড ও সাধারণ বিনিয়োগকারীরা আবেদন করতে পারবে। উল্লেখ্য, ইউনাইটেড পাওয়ারকে চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি দরপ্রস্তাবের অনুমোদন দেয় কমিশন।
×