ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অভিনেত্রী বনশ্রীর আবেদন

প্রকাশিত: ০৫:৪১, ১১ নভেম্বর ২০১৪

অভিনেত্রী বনশ্রীর আবেদন

স্টাফ রিপোর্টার ॥ নব্বই দশকের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী বনশ্রী ভাগ্যের বিড়ম্বনায় বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন। বাঁচার তাগিদে তিনি এখন ফুল বিক্রেতা। থাকেন মোহাম্মদপুর একটা বস্তিতে। তৎকালীন সময়ে তিনি ‘সোহরাব-রুস্তুম’, ‘প্রেম বিসর্জন’, ‘মহা ভূমিকম্প’, ‘নেশা’ চলচ্চিত্রে অভিনয় করে আলোচনায় এসেছিলেন। কিন্ত ভাগ্যের নির্মম পরিহাসে আজ তিনি একজন ফুল বিক্রেতা, কখনও বা হকার আবার মাঝে মধ্যে ভিক্ষাও করেন। ৯ বছর আগে রিকশাযোগে বাসায় যাওয়ার সময় তাঁর মেয়েটিকে ছিনিয়ে নিয়ে যায় অপূর্ব নামে এক নৃত্য পরিচালক। এ ঘটনায় মামলা হলেও অর্থাভাবে তা চালাতে পারেননি। একই কারণে সাড়ে তিন বছর বয়সী ছেলেকে সাভারের একটি এতিমখানায় রেখেছেন। সবকিছু হারিয়ে পাগল প্রায় বনশ্রীকে নিয়ে সাংবাদপত্রে লেখালেখির পর বিষয় জানাজানি হয়। কতিপয় হৃদয়বান ব্যক্তি সাহয্যের জন্য এগিয়েও এসেছিলেন। কিন্ত এখন তাঁর শরীরের অবস্থা ভাল নয়। এ অবস্থায় পরিচালক জিএম সৈকত বনশ্রীর পাশে এসে দাঁড়িয়েছেন। বনশ্রীকে টিভি নাটকে অভিনয়ের সুযোগ দিতে চান। রবিবার সন্ধ্যায় মগবাজারে পরিচালক জিএম সৈকতের প্রকৃতি টেলিমিডিয়ার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন পরিচালক জিএম সৈকত, অভিনেত্রী বনশ্রী। এ সময় বনশ্রীর সাড়ে তিন বছরের ছেলে মেহেদী হাসান তার সঙ্গে ছিল। সংবাদ সম্মেলনে অভিনেত্রী বনশ্রী বলেন, আমি নতুন করে বাঁচার স্বপ্ন দেখি। আমার দুটি সন্তানকে নিয়ে আমি থাকতে চাই। টিভি মিডিয়াতে কাজ করতে চাই। সৈকত ভাই আমাকে সেই সুযোগটুকু দিয়েছেন। আমি জননেত্রী, দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সমাজের বিত্তবান মানুষের কাছে সহযোগিতা চাই। আমাকে একটু সহযোগিতা করুন, আমার হারিয়ে যাওয়া মেয়েটিকে আমার কোলে ফিরিয়ে দিন। আমি নতুন করে বাঁচতে চাই। সংবাদ সম্মেলনে জিএম সৈকত জানান, বনশ্রীকে অভিনয়ে নিয়মিতভাবে সুযোগ দিতে চান। একইভাবে বনশ্রীকে কাজ দিয়ে সহযোগিতার জন্য তিনি মিডিয়সংশ্লিষ্টদেরও অনুরোধ জানান। তিনি বলেন, আমি আমার প্রতিটি নাটকে বনশ্রীকে অভিনয় করাতে চাই, পাশাপাশি আমার মিডিয়ার পরিচালকদের কাছে আমার অনুরোধ দয়া করে আপনারা তাঁকে অভিনয় হোক আর যে ভাবেই কাজের মাধ্যমে তাঁকে সহযোগিতা করুন। যাতে সে শিল্পী হিসেবে সবার মাঝে বেঁচে থাকতে পারে, সন্তানদের নিয়ে সুখে থাকতে পারে। আমার বিশ^াস আপনাদের সবার সহযোগিতা পেলে বনশ্রী আবারও অভিনয়ের মাধ্যমে সুন্দর জীবনে ফিরে আসতে পারবে।
×