ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শতবর্ষী নারীর বিশ্ব রেকর্ড

প্রকাশিত: ০৫:৩৪, ১১ নভেম্বর ২০১৪

শতবর্ষী নারীর বিশ্ব রেকর্ড

বিমান থেকে প্যারাস্যুট ঝাঁপ দিয়ে শনিবার শততম জন্মবার্ষিকী পালন করলেন মার্কিন মহিলা এলিনর কানিংহ্যাম। এর মাধ্যমে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশের রেকর্ড ভাঙলেন তিনি। সিনিয়র বুশ আগে প্যারাস্যুট ঝাঁপ দিয়ে ৯০তম জন্মবার্ষিকী পালন করেছিলেন। প্যারাস্যুট ঝাঁপ দেয়ার সময় কানিংহ্যামকে সঙ্গ দিয়েছেন প্যারাস্যুট ঝাঁপের প্রশিক্ষক ডিন ম্যাকডোনাল্ড। তিনি জানিয়েছেন, এই প্রথম শতবর্ষী কাউকে সঙ্গে নিয়ে ঝাঁপ দিলেন তিনি। ১০ বছর আগে প্যারাস্যুট ঝাঁপকে প্রথম তিনি ক্রীড়া হিসেবে বেছে নিয়েছিলেন। এ পর্যন্ত তিন বার প্যারাস্যুট ঝাঁপ দিয়েছেন তিনি। চিকিৎসক জানিয়েছেন, প্যারাস্যুট ঝাঁপ দেয়ার জন্য যে শারীরিক সক্ষমতা দরকার তার চেয়ে অনেকে বেশি আছে কানিংহ্যামের। নিউইয়র্কের কেন্দ্রস্থলে নাতনির সঙ্গে বসবাস করেন তিনি। সূত্র- টাইমস ইউনিয়ন
×