ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভারতের নয়া প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিক্কর

প্রকাশিত: ০৫:৩৩, ১১ নভেম্বর ২০১৪

ভারতের নয়া প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিক্কর

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন ২১ মন্ত্রীর মধ্যে দফতর বণ্টন করেছেন। তিনি রবিবার মন্ত্রিসভায় ব্যাপক রদবদল ঘটান এবং আরও ২১ জনকে যুক্ত করেন। সম্প্রসারণের পর মোদির মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে হলো ৬৫। রদবদলের পর প্রত্যাশা মতোই নতুন প্রতিরক্ষামন্ত্রী হলেন মনোহর পারিক্কর। রেলওয়ে সুরেশ প্রভু, অতিরিক্ত দায়িত্ব হিসেবে তথ্য ও সম্প্রচার অরুণ জেটলি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন হর্ষবর্ধন। মন্ত্রিসভায় যোগ দিতে পারিক্কর শনিবার গোয়ার মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান। তিনি অর্থমন্ত্রী অরুণ জেটলির কাছ থেকে প্রতিরক্ষার দায়িত্ব নেন। অতিরিক্ত দায়িত্ব হিসেবে প্রতিরক্ষা তাঁর কাছে ছিল। স্বাস্থ্য ও পরিবার কল্যাণের দায়িত্বে জে পি নাড্ডা, হরিয়ানার নেতা চৌধুরী বীরেন্দ্র সিংহ পেলেন গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতের দায়িত্ব। আইন ও বিচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হলো ডি ভি সদানন্দ গৌড়কে। এর আগে এ দায়িত্বে ছিলেন রবি শংকর প্রসাদ। পশ্চিম বঙ্গের বাবুল সুপ্রিয় হলেন নগর উন্নয়নের নতুন প্রতিমন্ত্রী। বিজেপির সংখ্যালঘু মুখ মুখতার আব্বাস নাকভি হয়েছেন সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। -জিনিউজ।
×