ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জাতীয় ক্রিকেটারদের ছাড়াই প্রিমিয়ার লীগ

প্রকাশিত: ০৫:২১, ১১ নভেম্বর ২০১৪

জাতীয় ক্রিকেটারদের ছাড়াই প্রিমিয়ার লীগ

মোঃ মামুন রশীদ ॥ দেশের সবচেয়ে বড় ও জনপ্রিয় ক্রিকেট আসর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ আজ থেকে শুরু হচ্ছে। ২০১৪-১৫ মৌসুমের এ লীগে বর্তমান চ্যাম্পিয়ন গাজী ট্যাংক ক্রিকেটার্স এবার নাম বদলে লিজেন্ডস অব রূপগঞ্জ নাম নিয়ে খেলবে। প্রথমদিনেই তারা কঠিন প্রতিপক্ষ ওল্ড ডিওএইচএসের বিরুদ্ধে শুরু করবে লড়াই। আর লক্ষ্যটা আবারও শিরোপা ধরে রাখার সেটাই জানালেন দলের কোচ মাহবুবুর রহমান সেলিম। যদিও অন্যতম দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবালকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে লিজেন্ডস অব রূপগঞ্জকে। অবশ্য জাতীয় দলের কোন ক্রিকেটারকেই পাচ্ছে না অন্য দলগুলোও। সফরকারী জিম্বাবুইয়ের বিরুদ্ধে সিরিজ নিয়ে ব্যস্ত এখন জাতীয় ক্রিকেটাররা। তাই আপাতত তাদের ছাড়াই শুরু হচ্ছে প্রিমিয়ার ক্রিকেট। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে রূপগঞ্জের প্রতিপক্ষ ডিওএইচএস। আর অন্য দুই ম্যাচে শেখ জামাল ধানম-ি ক্লাব-পারটেক্স স্পোর্টস ক্লাব ফতুল্লায় এবং প্রাইম দোলেশ্বর-কলাবাগান ক্রীড়াচক্র বিকেএসপির তিন নম্বর মাঠে মুখোমুখি হবে। সবগুলো ম্যাচ সকাল ৯টায় শুরু হবে। এবারও দল বদলে বেশ শক্তিধর দল গড়েছে গাজী ট্যাংক। দেশের অন্যতম সেরা দুই ক্রিকেটার সাকিব ও তামিমকে দলে ভিড়িয়েছে তারা। যদিও প্রথম ম্যাচেই এ দু’জনকে ছাড়া মাঠে নামতে হবে তাদের। সে কারণে দলের হয়ে উদ্বোধন করবেন জহিরুল ইসলাম অমি ও জুনায়েদ সিদ্দিকী। ম্যাচের আগের দিন সন্ধ্যা পর্যন্ত দলের অধিনায়ক কাকে করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেনি টিম ম্যানেজমেন্ট। তবে ক্লাব সূত্রে জানা গেছে, অলক কাপালি কিংবা মোশারফ হোসেন রুবেলের মধ্যে যে কোন একজন দলকে নেতৃত্ব দেবেন। প্রথম ম্যাচের জন্য প্রস্তুতি সারতে সকাল থেকেই মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে কঠোর অনুশীলন করেছে দলটি। সঙ্গে ছিলেন কোচ সেলিম। তিনি দলকে নিয়ে বেশ আশাবাদী। বললেন, ‘হয়তো জাতীয় ক্রিকেটাররা নেই, কিন্তু যেমন দল পেয়েছি এবং প্রস্তুতি যেভাবে আমরা নিয়েছি আশা করি ভালভাবেই শুরু করতে পারব।’ তিনি মনে করেন, উইকেট কিংবা প্রতিপক্ষ কোন বিষয় নয়, যদি ক্রিকেটাররা মানসিকভাবে দৃঢ় থাকেন তবে ভাল করা সম্ভব। সে কারণেই তিনি আশা করছেন দল শিরোপা ধরে রাখতে সক্ষম হবে। গত আসরেও দলে খেলেছেন পাকিস্তানী বংশোদ্ভূত অলরাউন্ডার আশার জাইদি। তাঁর ওপর অগাধ আস্থা কোচ সেলিমের। তবে দলের সিনিয়র ক্রিকেটার কাপালি মনে করছেন জাতীয় দলের ক্রিকেটারদের ছাড়া সবগুলো দলই প্রায় সমশক্তির। সে কারণে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি লীগ শুরু থেকেই প্রত্যাশা করছেন তিনি। গত আসর থেকেই এবার লীগ পেয়েছে লিস্ট ‘এ’ মর্যাদা। তাই গুরুত্ব বেড়েছে আগের চেয়ে। তবে সেজন্য বিসিবি এবং মহানগর ক্রিকেট কমিটির আরও যতœবান হওয়া উচিত বলে মনে করেন রূপগঞ্জ কোচ সেলিম। তবে লিস্ট ‘এ’ ক্যাটাগরিতে থাকা ম্যাচগুলোয় শুরু থেকে সাকিব, তামিম, মুশফিকুর রহীম, শামসুর রহমান, মুমিনুল হক, এনামুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, তাইজুল ইসলামদের মতো জাতীয় তারকাদের অনুপস্থিতি কিছুটা ম্লান করে দেবে ক্রিকেট লীগকে। এবার প্রতিটি দলে একজনের বেশি বিদেশী ক্রিকেটার খেলানো যাবে না। তবে নিজেদের শক্তি বাড়াতে রূপগঞ্জ এবার লঙ্কান স্পিনার রঙ্গনা হেরাথের সঙ্গে সব কথাও নাকি সেরে ফেলেছে। ডিওএইচএস ম্যাচের আগে নিজেদের ঝালিয়ে নিতে অনুশীলন করেছে ফতুল্লায়। দলটিতে বড় কোন তারকা নেই। পুলভুক্ত কোন খেলোয়াড়কেও দলে ভেড়ায়নি তারা। তবে দলের সঙ্গে ‘বড়’ তকমাটা ঠিকই আছে। এবার দলবদলে সবচেয়ে বড় ক্ষতিটা বোধ হয় শেখ জামালের। গতবার দলটির নেতৃত্বে ছিলেন জাতীয় দলের অধিনায়ক মুশফিক। তিনি যোগ দিয়েছেন প্রাইম দোলেশ্বরে। তবে এরপরও শক্তিমত্তায় কমতি হয়নি ধানম-ির এ ক্লাবটির। দলে নতুন করে এসেছেন আরাফাত সানি, শাহরিয়ার নাফীস, ডলার মাহমুদ ও মাইশুকুর রহমানরা। এছাড়াও থেকে গেছেন তুষার ইমরান, আবুল বাশার ও ইয়াসিন আরাফাতরা। তাই তাঁরাও আজ প্রথমদিনেই জয় দিয়ে শুরুর লক্ষ্যে মাঠে নামবেন পারটেক্সের বিরুদ্ধে। তাছাড়া দলের সঙ্গে যোগ হচ্ছেন ইংলিশ ক্রিকেটার মাইকেল ডসন। পারটেক্সে অভিজ্ঞ রাজিন সালেহ ছাড়াও দলে আছেন অলরাউন্ডার মেহরাব হোসেন জুনিয়র ও তরুণ দেওয়ান সাব্বিরের মতো প্রতিভারা। যে কোন সময়ই ম্যাচের ভাগ্য পাল্টে দেয়ার ক্ষমতাও রাখেন তাঁরা। এছাড়াও দলের সঙ্গে যোগ হয়েছেন লঙ্কান ক্রিকেটার দর্শন সিলভা। প্রাইম দোলেশ্বর মুশফিককে পেলেও তাঁকে প্রথম ম্যাচেই পাচ্ছে না দলটি। জাতীয় দলের হয়ে ক্রিকেটে ব্যস্ত তিনি। এছাড়াও মুমিনুল, তাইজুল ও জুবায়ের হোসেনকে ছাড়া নামতে হবে আজ কলাবাগান ক্রীড়াচক্রের বিরুদ্ধে। তবে শফিউল ইসলাম, ইলিয়াস সানি, মুক্তার আলী, সাঞ্জামুল ইসলাম, আসিফ আহমেদ রাতুল, রনি তালুকদার, মেহেদী হাসান মারুফ, হামিদুল ইসলাম ও মিজানুর রহমানকে নিয়ে দারুণ একটি সামঞ্জস্যপূর্ণ দল পেয়েছে দোলেশ্বর।
×