ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মাধ্যমিক পরীক্ষায় অতিরিক্ত ফি আদায় বন্ধের নির্দেশ হাইকোর্টের

প্রকাশিত: ০৫:০৫, ১১ নভেম্বর ২০১৪

মাধ্যমিক পরীক্ষায় অতিরিক্ত ফি আদায় বন্ধের নির্দেশ হাইকোর্টের

স্টাফ রিপোর্টার ॥ এসএসসি পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ বাবদ অতিরিক্ত ফি আদায় বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে এই অতিরিক্ত ফি আদায় করাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। সোমবার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। দৈনিক যুগান্তর পত্রিকায় ‘আট গুণ বাড়তি ফি আদায়’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটি নজরে নিয়ে আদালত এ আদেশ দিয়েছে বলে জানিয়েছেন সুপ্রীমকোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। আগামী ১০ ডিসেম্বর পত্রিকার প্রতিবেদককে তার প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে। পাশাপাশি বাড়তি ফি আদায় বন্ধে কী পদক্ষেপ নেয়া হয়েছে তার অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বোর্ড চেয়ারম্যানদের নির্দেশ দেয়া হয়েছে। এ ছাড়া আগামী চার সপ্তাহের মধ্যে শিক্ষা সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে আদেশে। কমার্স ব্যাংকের চেয়ারম্যান ও এমডিকে অব্যাহতি ॥ আদালত অবমাননার অভিযোগ থেকে নিঃশর্ত ক্ষমা চেয়ে অব্যাহতি পেয়েছেন বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের (বিসিবি) চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক। সোমবার বিচারপতি মোঃ রেজাউল হাসানের হাইকোর্ট বেঞ্চে হাজির হয়ে ক্ষমা প্রার্থনা করলে আদালত তাদের অব্যাহতি দেন। আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী ওমর ফারুক।
×