ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিশ্বকাপে শচীনের বাজি ভারত

প্রকাশিত: ০৫:৩৭, ১০ নভেম্বর ২০১৪

বিশ্বকাপে শচীনের বাজি ভারত

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্ব ক্রীড়াঙ্গনের গায়ে লাগতে শুরু করেছে ক্রিকেট বিশ্বকাপের হাওয়া। গিনিপিগ টি২০ নয়, ‘সত্যিকারের ওয়ানডে বিশ্বকাপ’। ক্রিকেটের আদি-অকৃত্রিম বিশ্বশ্রেষ্ঠত্বের লড়াই ২০১৫ বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র ৯৫ দিন। ১১তম আসরের যৌথ আয়োজক অস্ট্রেলিয়া-নিউজিলান্ড। শুরু হয়ে গেছে বিশ্লেষণÑ কেমন করবে দলগুলো? জীবন্ত কিংবদন্তি শচীন টেন্ডুলকর মনে করছেন তার দেশ ভারত এবারও চমক দেখাবে। সবাইকে অবাক করে টানা দ্বিতীয়বারের মতো ট্রফি উঠতে পারে মহেন্দ্র সিং ধোনির হাতে! আবার স্বাগতিক অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডকে কিছুটা এগিয়ে রাখলেও ও কুলীন ইংল্যান্ডের সম্ভাবনা দেখছেন না ভারতীয় ক্রিকেটঈশ্বর। ‘এবারের বিশ্বকাপেও ভারত সবাইকে অবাক করে দিতে পারে। শিরোপা ধরে রাখার প্রবল সম্ভাবনা রয়েছে ক্যাপ্টেন কুল ধোনিদের।’ লন্ডনে বহুল আলোচিত আত্মজীবনী ‘প্লেইং ইট মাই ওয়ে’ বইয়ের এক প্রকাশনা অনুষ্ঠানে বলেন রেকর্ডের বরপুত্র শচীন টেন্ডুলকর। আগামী বছর ২০১৫Ñএর ১৪ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে শুরু হবে ক্রিকেটের বিশ্বযজ্ঞ। শেষ হবে ২৯ মার্চ। ১৫ ফেব্রুয়ারি এ্যাডিলেড ওভালে চিরশত্রু পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে ধোনি এ্যান্ড কোং। আত্মজীবনীর অনুষ্ঠানে বিশ্বকাপ নিয়ে আরও অনেক প্রশ্নের উত্তর দিতে হয় এ যুগের ডনকে। অস্ট্রেলিয়ার মাটিতে সম্ভাব্য চ্যাম্পিয়ন কে? এমন প্রশ্নে জবাবে শচীন বলেন, ‘অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের পিচে সবাই পেসারদের নিয়ে বাজি ধরলেও আমার মনে হয় স্পিনাররাও বড় ভূমিকা রাখবে। ফলে ধোনিদের শিরোপা জয়ের সম্ভাবনা রয়েছে।’ তবে ইংল্যান্ডের জমিনে বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে কুলীন ইংলিশদের হতাশ করেন শচীন! আন্তর্জাতিক ক্রিকেটে ১শ’ সেঞ্চুরির বিরল রেকর্ডধারী বলেন, ‘ক্রিকেট গৌরবময় অনিশ্বয়তার খেলা। সেখানে যে কোন কিছুই হতে পারে। কিন্তু বর্তমান ফর্ম ও বাস্তবতার বিচারে আমার মনে হয়, এই ইংল্যান্ড একদমই লড়াকু নয়! তাই এবার এ্যালিস্টার কুকদের সম্ভাবনা কম।’ দীর্ঘ ২৮ বছর পর গতবার (২০১১) শিরোপা পুনরুদ্ধার করে ভারত। ধোনির নেতৃত্বে সেই দলে ছিলেন শচীন। দুই যুগের ক্যারিয়ারে ব্যাট হাতে রেকর্ডের বন্যা বইয়ে দিলেও দেশের হয়ে শিরোপাজয়কেই এগিয়ে রাখেন তিনি। ভারত কেন এবারও ফেবারিট? তার উত্তরে তিনি বলেন, ‘আমাদের মূল সমস্যা ছিল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার দ্রুতগতির বাউন্সি উইকেটে ব্যাটসম্যানদের ব্যর্থতা। কিন্তু ইংল্যান্ড সফরে সেটি কেটে গেছে। এখন তরুণ ব্যাটসম্যানরা বাউন্সি কন্ডিশনে ভাল করছে।’ উল্লেখ্য গত ইংল্যান্ড সফরে টেস্টে হারলেও ওয়ানডেতে সিরিজ জয় করে ধোনির ভারত।’ ভারতের প্রবল সম্ভাবনার পাশাপাশি স্বাগতিক নিউজিল্যন্ড-অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে উঠতে পারে বলে মনে করছেন লিজেন্ড শচীন। ওদিকে সাবেক কোচ গ্রেট চ্যাপেলকে নিয়ে খোলামেলা বক্তব্য রাখায় তাঁর আত্মজীবনির অপেক্ষায় অধীর হয়ে আছে ক্রিকেটবিশ্ব। অনেকবারই ইন্টারভিউয়ে শচীন বলেছেন, তার প্রিয় ক্রিকেটার স্যার ভিভ রিচার্ডস। সেই ভিভই এক টুইটার বার্তায় উল্লেখ করেন, ‘শচীন ক্রিকেটের এক গ্রেটম্যান। আমি নিজেও ওর ভক্ত। মাঠ ও মাঠের বাইরে অনুকরণীয় চরিত্র সে। স্বভাবতই ওর আত্মজীবনী হাতের পাওয়ার জন্য অধির হয়ে আছি।’
×