ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বরিশালে বিএনপি নেতার বাড়িতে হামলা ভাংচুর

প্রকাশিত: ০৫:৩৪, ১০ নভেম্বর ২০১৪

বরিশালে বিএনপি নেতার বাড়িতে হামলা ভাংচুর

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ পূর্ব শত্রুতার জেরধরে রবিবার সকালে জেলা উত্তর বিএনপির সহসভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতা এ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজলের গ্রামের বাড়িতে ঘণ্টাব্যাপী হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে আ’লীগ নেতাকর্মীরা। হামলায় বিএনপি নেতার বাবা-মা আহত হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি ঘটেছে জেলার গৌরনদী উপজেলার উত্তর চাঁদশী গ্রামে। হামলায় আহত বিএনপি নেতার পিতা গাজী আব্দুল খালেক অভিযোগ করেন, বার্থী ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদারের সঙ্গে পূর্ব শত্রুতার জেরধরে তাদের সঙ্গে বিরোধ চলে আসছে। ওই বিরোধের জেরধরে রবিবার সকাল সাড়ে নয়টার দিকে আব্দুর রাজ্জাক হাওলাদার ও তার ৪০/৫০ সহযোগী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে পরিকল্পিতভাবে ঘণ্টাব্যাপী হামলা চালিয়ে বিএনপি নেতার বসতবাড়িসহ ঘরের ভেতরের আসবাবপত্র ব্যাপক ভাংচুর করে। এ সময় হামলাকারীদের বাধা দিতে গিয়ে আহত হয়েছেন বিএনপি নেতার পিতা গাজী আব্দুল খালেক ও মা সাফিয়া বেগম। খবর পেয়ে থানা পুলিশ সকাল সাড়ে দশটার দিকে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। এ ব্যাপারে আ’লীগ নেতা আব্দুর রাজ্জাক হাওলাদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, রবিবার সকালে গাজী সজলের বাড়ির পাশদিয়ে আমি আসার সময় তার পিতা আব্দুল খালেক পূর্ব শত্রুতার জেরধরে প্রথমে আমার ওপর হামলা চালায়। এ খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পরলে গ্রামবাসী সজলের বাড়িতে হামলা চালিয়েছে। হামলার সঙ্গে আমি ও আমার পরিবারের কেউ জড়িত নেই।
×