ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বঙ্গবন্ধুকে কটূক্তি তারেককে লিগ্যাল নোটিস সুপ্রীম কোর্ট আইনজীবীর

প্রকাশিত: ০৫:৩২, ১০ নভেম্বর ২০১৪

বঙ্গবন্ধুকে কটূক্তি তারেককে লিগ্যাল নোটিস সুপ্রীম কোর্ট আইনজীবীর

স্টাফ রিপোর্টার ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ‘কটূক্তি’ করায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে লিগ্যাল নোটিস পাঠিয়েছেন সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী। নোটিসে আগামী সাত দিনের মধ্যে কটূক্তিপূর্ণ বক্তব্য প্রত্যাহার করে তাকে জাতির কাছে ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা করা হবে বলে নোটিসে উল্লেখ করা হয়েছে। রবিবার ডাকযোগে এই নোটিস পাঠানো হয়। গত ৬ নবেম্বর বিএনপির যুক্তরাজ্য শাখা আয়োজিত এক আলোচনা সভায় তারেক রহমান বলেন, ‘প্রকৃত ইতিহাস বলার কারণে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দেয়া হয়েছে। কিন্তু এ মামলা হওয়া উচিত শেখ মুজিবুর রহমানের নামে। কারণ, তিনি পাকিস্তানী পাসপোর্ট নিয়ে এসে বাংলাদেশের রাষ্ট্র্রপতি হয়েছিলেন। এজন্য তাকে বঙ্গববন্ধু নয়, পাকবন্ধু বলা উচিত।’ নোটিসে আরও বলা হয়, স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রদ্রোহী, পাকবন্ধু এবং পাকিস্তানী নাগরিক হিসেবে আখ্যায়িত করে তারেক রহমান অমার্জনীয় অপরাধ করেছেন। তার এই বক্তব্য রাষ্ট্রদোহিতার শামিল। নোটিসে বলা হয়, ‘ওই বক্তব্য দিয়ে আপনি নিজেকে একজন অপরিপক্ব ও ইচড়েপাকা ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারমান হওয়া সত্ত্বেও আপনার মধ্যে কোন রাজনৈতিক সংস্কৃতি খুঁজে পাওয়া যাচ্ছে না।’ যশোরে মামলা ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা হয়েছে। রবিবার সকালে যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেছেন যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট এসএম আফজাল হোসেন। আদালত মামলাটি গ্রহণ করে আগামী ১৩ নবেম্বর শুনানি ও পরবর্তী সিদ্ধান্ত প্রদানের দিন ধার্য করেছে। বাদী তাঁর আবেদনে বলেছেন, গত ৫ নবেম্বর যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক সভায় তারেক রহমান বলেন, শেখ মুজিবুর রহমান স্বাধীনতাকামী মানুষের হত্যাকারী।
×