ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মেক্সিকোর নিখোঁজ ছাত্রদের হত্যা করে লাশ পোড়ানো হয়

প্রকাশিত: ০৫:৪৮, ৯ নভেম্বর ২০১৪

মেক্সিকোর নিখোঁজ ছাত্রদের হত্যা করে লাশ পোড়ানো হয়

ছয় সপ্তাহ ধরে নিখোঁজ মেক্সিকোর ৪৩ ছাত্রকে হত্যার কথা স্বীকার করেছেন গ্রেফতার অপরাধী চক্রের সদস্যরা। শনিবার মেক্সিকোর প্রধান আইন কর্মকর্তা জেসাস মুরিল্লোর বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি। শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন মুরিল্লো। থবর- ওয়েবসাইট। পুলিশ ওই ছাত্রদের তাদের হাতে তুলে দিয়েছিল বলে অপরাধী চক্রের সন্দেহভাজন তিন সদস্য দাবি করেছেন। অপরাধী চক্রের সদস্যরা বলেছেন, ছাত্রদের তাদের হাতে তুলে দেয়ার পর কয়েকজন শ্বাসরুদ্ধ হয়ে মারা গিয়েছিলেন এবং বাকিদের ত্ারা গুলি করে হত্যা করেন, এরপর সবার লাশ আগুনে পুড়িয়ে ফেলেন। ২৬ সেপ্টেম্বর মেক্সিকোর গুয়েরেরো প্রদেশের ইগুয়ালা শহরে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ওই ৪৩ ছাত্র নিখোঁজ হয়েছিলেন। ছাত্রদের নিখোঁজ হওয়ার সঙ্গে যুক্ত থাকার কারণে সম্প্রতি গুয়েরেরো ইউনিদোস মাদক চক্রের ওই তিন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়।
×