ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল এক স্কুল ছাত্রী, জরিমানা

প্রকাশিত: ০৫:২০, ৯ নভেম্বর ২০১৪

মুন্সীগঞ্জে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল এক স্কুল ছাত্রী, জরিমানা

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জ সদর উপজেলার শাখারীবাজার গ্রামে ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে এক ছাত্রী। বাল্যবিয়ের আয়োজন করার অভিযোগে কাজী, বর, বরের বাবা ও বরের বড় ভাই এবং কনের বাবাসহ পাঁচজনকে এক হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতটির বিচারক সদর উপজেলার ইউএনও জানান, রামপাল এনবিএন উচ্চবিদ্যালয়ের এই পরীক্ষার্থী শুক্রবার প্রথম পরীক্ষা দেয়ার পর রাতে বিয়ের পিঁড়িতে বসাতে বাধ্য করা হচ্ছিল। পারিবারিকভাবে উপজেলার পঞ্চসার ইউনিয়নের ভট্টাচার্যেরবাগ গ্রামের ইদ্রিস ঢালীর ছেলে সিঙ্গাপুর প্রবাসী মালেক ঢালীর সঙ্গে বিয়ের আয়োজন চলছিল।
×