ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অস্ট্রেলিয়া-দ. আফ্রিকা শেষ টি২০ আজ

প্রকাশিত: ০৫:১৩, ৯ নভেম্বর ২০১৪

অস্ট্রেলিয়া-দ. আফ্রিকা শেষ টি২০ আজ

স্পোর্টস রিপোর্টার ॥ সিডনিতে অস্ট্রেলিয়া ও সফরকারী দক্ষিণ আফ্রিকা তৃতীয় ও শেষ টি২০তে মুখোমুখি হচ্ছে আজ। এ্যাডিলেডে ৭ উইকেটের জয়ে প্রোটিয়াদের শুরুটা হয়েছিল দুর্দান্ত। মেলবোর্নে অতিথিদের ঠিক একই ব্যবধানে উড়িয়ে দিয়ে ঘুরে দাঁড়ায় অসিরা। আজকের ম্যাচটি তাই সিরিজ নির্ধারণী, অঘোষিত ফাইনাল! বিশ্বকাপ সামনে রেখে (ফেব্রুয়ারি-মার্চ’ ২০১৫) নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া সফর করছে শিরোপা প্রত্যাশী দক্ষিণ আফ্রিকা। সুতরাং জেপি ডুমিনিরা সিরিজ পকেটে পুড়তে মরিয়া হয়ে থাকবে। অন্যদিকে আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে সাফল্যের ধারা অব্যাহত রেখে জয় চাইবে নবীন অধিনায়ক এ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়াও। টি২০ শেষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে দু’দল। প্রথম টি২০তে অসিদের বিপক্ষে ৭ উইকেটের বড় জয় পেয়েছিল প্রোটিয়ারা। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৪ রান সংগ্রহ করেছিল স্বাগতিক অস্ট্রেলিয়া। জবাবে ম্যাচের নায়ক রাইলি রোজাউর হাফ সেঞ্চুরির ওপর ভর করে ১৯ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। কিন্তু পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় অসিরা। স্বাগতিকদের রেসে ফেরান মূলত বোলাররা। মেলবোর্নে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১০১ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ১২.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় অসিরা। ১৫ রানের বিনিময়ে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হন বিজয়ী দলের তরুণ লেগস্পিনার ক্যামেরন বয়েস! টি২০তে দৃশ্যপট বদলে দেয়ার মতো একাধিক খেলোয়াড়ই দু’দলে রয়েছেন। অস্ট্রেলিয়ার ফিঞ্চ, শেন ওয়াটসন, ক্যামেরন হোয়াইট, জেমস ফাকনার, বেন কাটিং, দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি’কক, রায়ান ম্যাকলরেন, ডেভিড মিলার তাদের অন্যতম। তবে বিশেষ দৃষ্টি থাকবে স্বাগতিক গ্লেন ম্যাক্সওয়েল আর অতিথি তারকা জেপি ডুমিনির দিকে। দুজনই এমন উঁচু মাপের ক্রিকেটার যাঁরা নিজের দিনে ব্যাট হাতে একাই পার্থক্য গড়ে দিতে সক্ষম। সিরিজ জয়ের প্রত্যয় ব্যক্ত করতে গিয়ে বিশ্বকাপ প্রস্তুতির ইঙ্গিত দিয়েছেন সফরকারী অধিনায়ক। ডুমিনি বলেন, ‘এখানে প্রতিটি ম্যাচই আমাদের জন্য অভিজ্ঞতা অর্জনের। বিশেষ করে স্বাগতিক দর্শদের মধ্যে ভাল খেলা। তরুণদের নিয়ে সেই চ্যালেঞ্জ অতিক্রম করতে চাই। আমাদের লক্ষ্য সিরিজ জিতে ওয়ানডের জন্য, বিশ্বকাপের জন্য প্রস্তুত হওয়া।’ অন্যদিকে আগের ম্যাচে গ্যালারি থেকে উড়ে আসা আতশবাজি সূত্র ধরে তুমুল হট্টগোল পড়ে যাওয়ায় সিরিজ ফয়সালার চূড়ান্ত ম্যাচে আজ আতশ-পটকা নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। বিশ্বকাপ সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থাকে গুরুত্ব দিচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
×