ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পরীক্ষার সময় হরতাল বাঞ্ছনীয় নয় ॥ রওশন

প্রকাশিত: ০৫:১৫, ৭ নভেম্বর ২০১৪

পরীক্ষার সময় হরতাল বাঞ্ছনীয় নয় ॥ রওশন

স্টাফ রিপোর্টার ॥ পরীক্ষার সময় হরতাল দেয়া বাঞ্ছনীয় নয় বলে মনে করেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। বৃহস্পতিবার সংবাদমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি বলেন, হরতালের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমাদের নতুন প্রজন্মের শিক্ষার্থীরা। আর এ সময় সকল রাজনৈতিক দলকে শান্তিপূর্ণ কর্মসূচী দেয়া উচিত। তিনি আরো বলেন, ‘দেশ এখন প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। তাই এমন কর্মসূচী দেয়া উচিত যেন আমাদের ভবিষ্যত প্রজন্মের পড়া-লেখায় ব্যাঘাত সৃষ্টি না হয়। বিরোধীদলীয় নেতা দেশের কল্যাণের কথা চিন্তা ও কোমলমতি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যত বিবেচনা করে এ রকম একটি গুরুত্বপূর্ণ সময়ে সকল রাজনৈতিক দলকে হরতালের মত রাজনৈতিক কর্মসূচী না দেয়ার আহ্বান জানান।
×