ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সৌরবিদ্যুত খাতে ভর্তুকি আস্তে আস্তে তুলে দেয়া হবে ॥ মসিউর

প্রকাশিত: ০৫:১৫, ৭ নভেম্বর ২০১৪

সৌরবিদ্যুত খাতে ভর্তুকি আস্তে আস্তে তুলে দেয়া হবে ॥ মসিউর

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মসিউর রহমান বলেছেন, দেশে সৌরবিদ্যুতের চাহিদা বাড়ছে। আগামীতে এ খাতে সরকার ভর্তুকি তুলে দিয়ে আরও বিনিয়োগের কথা চিন্তা করছে। অবকাঠামো উন্নয়নের জন্য ব্যক্তি খাতকে সমৃদ্ধি করতে হবে। এ জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে সহযোগিতায় এগিয়ে আসতে হবে। বৃহস্পতিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘গ্রীন এনার্জি এক্সপো-২০১৪’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ সব কথা জানান। নবায়নযোগ্য শক্তি ও শক্তির উৎকর্ষবিষয়ক এ প্রদর্শনীর আয়োজন করে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল)। ইডকলের নির্বাহী পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদ মালিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গবর্নর ড. আতিউর রহমান। ড. মসিউর রহমান বলেন, মানুষের মধ্যে এ রকম ধারণা জন্মেছে যে সরকারী খাতে কোন প্রতিষ্ঠান গেলেই তা খারাপ হয়ে যাবে। কিন্তু এ ধারণা ঠিক নয়। সরকারী খাতেও প্রতিষ্ঠান দক্ষভাবে চলতে পারে।
×