ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সহজ জয়ে শুরু দ. আফ্রিকার

প্রকাশিত: ০৫:৫৬, ৬ নভেম্বর ২০১৪

সহজ জয়ে শুরু দ. আফ্রিকার

প্রথম টি২০তে ৭ উইকেটে হার অসিদের স্পোর্টস রিপোর্টার ॥ জয় দিয়ে অস্ট্রেলিয়া সফর শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। এ্যাডিলেডে বুধবার তিন ম্যাচ সিরিজের প্রথম টি২০তে অসিদের বিপক্ষে ৭ উইকেটের বড় জয় নিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে প্রোটিয়ারা। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৪ রান সংগ্রহ করে স্বাগতিক অস্ট্রেলিয়া। জবাবে ম্যাচের নায়ক রাইলি রোজাউর হাফ সেঞ্চুরির ওপর ভর করে ১৯ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। ঘরের মাটিতে টস জিতে ব্যাটিং নেন অস্ট্রেলিয়া অধিনায়ক এ্যারন ফিঞ্চ।প্রোটিয়া বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে সুবিধার করতে পারেনি তারা। সর্বোচ্চ ৪৭ রান করে আউট হন ইনজুরি কাটিয়ে দলে ফেরা শেন ওয়াটসন। তারকা অলরাউন্ডারের ৩৬ বলের ইনিংসে ছিল ৩টি চারের মার। এছাড়া ছয় নম্বরে নামা জেমস ফাকনারের ৪১ উল্লেখযোগ্য, ৩৩ বলে ১ চার ও ১ ছক্কায় এ রান করেন তিনি। ওপেনার ক্যামেরন হোয়াইট ২৪ ও অধিনায়ক ফিঞ্চ ১৪ রানে সাজঘরে ফেরেন। প্রোটিয়াদের হয়ে পেসার কাইল এ্যাবট ৩টি, ওয়েইন পারনেল, রায়ান ম্যাকলরেন ও ইমরান তাহির প্রত্যেকে নেন ১টি করে উইকেট। জবাবে রানের খাতা খোলার আগেই রেজা হেনড্রিকস আউট হলেও পরবর্তী দুই ব্যাটসম্যান কুইন্টন ডি’কক ও রোজাউর চমৎকার ব্যাটিংয়ে লক্ষ্যের দিকে এগিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ম্যাচের নায়ক রোজাউ ৫০ বলে ৭ চার ও ৩ ছক্কায় সর্বোচ্চ ৭৮ রান করে আউট হন। ৩৯ বলে ৪ চার ও ১ ছক্কায় ৪৬ রান করে সাজঘরে ফেরেন ব্যাট হাতে ফর্মের তুঙ্গে থাকা ডি’কক। স্কোর ॥ অস্ট্রেলিয়া ১৪৪/৬ (২০ ওভার; ফাকনার ৪১*, ওয়াটসন ৪৭, হোয়াইট ২৪, ফিঞ্চ ১৪, কাটিং ১৪; এ্যাবট ৩/২১, পারনেল ১/২৮), দক্ষিণ আফ্রিকা ১৪৫/৩ (১৯ ওভার; রোজাউ ৭৮, ডি’কক ৪৬, ডুমিনি ৬*, মিলার ৯*; কামিন্স ১/২১, বলিঞ্জার ১/২২, বয়েস ১/৩১)। ফল ॥ দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ রোজাউ (দক্ষিণ আফ্রিকা)। সিরিজ ॥ তিন ম্যাচের টি২০ সিরিজে দ. আফ্রিকা ১-০তে এগিয়ে। ভারত এতটা নির্দয় হবে না ॥ লারা স্পোর্টস রিপোর্টার ॥ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের ওপর ২৫৮ কোটি রুপীর ক্ষতিপূরণ চাপিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এর ফলে ঘোর আর্থিক সঙ্কটে সে দেশের ক্রিকেট বোর্ড। তবে দেশটির কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারার আশা, ভারতীয় বোর্ড এতটা কড়া হবে না। এ বিষয়ে তিনি বলেন, ‘আমার মনে হয় না বিসিসিআই আমাদের ওপর এতটা নির্দয় হবে। আমার বিশ্বাস ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বেঁচে থাকবে। মনে হয় না কেউ চায় আমাদের ক্রিকেট শেষ হয়ে যাক।’ তবে ক্যারিবীয় বোর্ডকে তুলোধুন করতে ছাড়েননি, ‘আজ আমাদের দেশের ক্রিকেটের এই হাল কারণ ওয়েস্ট ইন্ডিজ বোর্ড অতীত অভিজ্ঞতা থেকে কিছুই শেখেনি। ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের ছোটখাটো ঝামেলা আগেও হয়েছে। কিন্তু পরিস্থিতি কখনও এত জটিল হয়নি।’ গত মাসে সফরের মাঝপথেই ভারত ছেড়েছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। এর ফলে ভারতীয় ক্রিকেট বোর্ডের ক্ষতি হয়েছে ৪১.৯৭ মিলিয়ন ডলার। বিশাল অঙ্কের এই ক্ষতিপূরণ তারা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড থেকে আদায় করতে চায়।
×