ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পাকিস্তান জঙ্গীদের ব্যবহার করে ভারতের বিরুদ্ধে ছায়াযুদ্ধ চালাচ্ছে পেন্টাগনে

প্রকাশিত: ০৫:৪৫, ৬ নভেম্বর ২০১৪

পাকিস্তান জঙ্গীদের ব্যবহার করে ভারতের বিরুদ্ধে ছায়াযুদ্ধ চালাচ্ছে পেন্টাগনে

পাকিস্তান বিভিন্ন জঙ্গী সংগঠনকে ব্যবহার করে ভারতের বিরুদ্ধে ছায়াযুদ্ধ চালাচ্ছে। মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন এক রিপোর্টে বলেছে, আফগানিস্তানে হারানো প্রভাব ফিরে পেতে এবং ভারতের সামরিক বাহিনীকে টক্কর দিতে বিভিন্ন জঙ্গী সংগঠনকে ব্যবহার করে ছায়াযুদ্ধ চালিয়ে যাচ্ছে পাকিস্তান। আফগানিস্তানের অবস্থা নিয়ে মার্কিন কংগ্রেসকে ছয় মাস অন্তর একটি করে রিপোর্ট দেয় পেন্টাগন। -টাইমস অব ইন্ডিয়ার। সর্বশেষ ষান্মাসিক রিপোর্টে পেন্টাগন বলেছে, আফগানিস্তান ও এ অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করতে জঙ্গীরা পাকিস্তানের মাটি ব্যবহার করছে। জঙ্গীদের সঙ্গে এমন সম্পর্ক পাকিস্তান ও আফগানিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক বিঘিœত করবে। পাকিস্তান কেন আফগানিস্তানকে অশান্ত করতে চাইছে, রিপোর্টে তারও ব্যাখ্যা দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, আফগানিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক ভাল। ২০১১ সালে দুই দেশের মধ্যে চুক্তিও সই হয়েছে। চুক্তি অনুযাযী অর্থনীতি, বাণিজ্য, শিক্ষা, জনসংযোগ, নিরাপত্তা ইত্যাদি বিষয়ে একসঙ্গে কাজ করছে দুই দেশ। কারণ ভারত মনে করে মধ্য এশিয়ার শান্তি ও অর্থনৈতিক উন্নতির জন্য আফগানিস্তানকে নিরাপদ ও স্তিতিশীল রাখতে হবে। আফগানিস্তান পুনর্গঠনে ভারতের ভূমিকা উল্লেখ করে রিপোর্টে বলা হয়েছে এ কারণেই পাকিস্তান আফগানিস্তানে স্থিতিশীলতা বিনষ্টের চেষ্টা চালাচ্ছে।
×