ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নাটোরে দু’পক্ষের সংঘর্ষে শ্রমিক নিহত ॥ টিয়ার, গুলি

প্রকাশিত: ০৫:৩৬, ৬ নভেম্বর ২০১৪

নাটোরে দু’পক্ষের সংঘর্ষে শ্রমিক নিহত ॥ টিয়ার, গুলি

গ্রেফতার ৪ নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৫ নবেম্বর ॥ জেলার বড়াইগ্রামে একটি অটো রাইস মিলে শ্রমিক নিয়োগ, চাঁদা আদায় ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শ্রমিকদের দু’গ্রুপের সংঘর্ষে সাকিব নামের এক শ্রমিক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও অন্তত দুই শ্রমিক। আহতরা রামেক হাসপাতালে চিকিৎসাধীন আছে। নিহত সাকিব উপজেলার গড়মাটি এলাকার রমজান আলীর ছেলে। মঙ্গলবার সকালে উপজেলার গড়মাটি এলাকায় এ ঘটনা ঘটে। বেশ কিছুদিন ধরে শ্রমিক নেতা নজরুল ইসলাম ওরফে নজু ও খালেক এবং আব্দুল গাফ্ফার ও সেলিম সরকারের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছে। মঙ্গলবার সকালে দুইপক্ষের শ্রমিক অটো রাইস মিলে কাজে যোগদানের কিছু পরেই সংঘর্ষ শুরু হয়। সাকিবের মৃত্যু সংবাদ পেয়ে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে নাটোর-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সড়ক থেকে অবরোধকারীদের সরিয়ে দিয়ে পরিস্থিতি সামাল দেয়। দুপুরে নিহতের লাশ এলাকায় পৌঁছলে উত্তেজিত এলাকাবাসী ফের মুখোমুখি অবস্থান নেয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ পাঁচ রাউন্ড টিয়ারসেল ও ২০ রাউন্ড শট গানের গুলিবর্ষণ করে তাদের ছত্রভঙ্গ করে। এ ব্যাপারে রশিদ অটো রাইস মিলের স্বত্বাধিকারী আব্দুর রশিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, শ্রমিকদের কাছে চাঁদাবাজি নিয়ে বিরোধের সূত্রপাত। এই শ্রমিক নেতাদের কাছে তিনি জিম্মি হয়ে পড়েছেন। চাঁদার অর্থ কার পকেটে উঠবে এ নিয়েই মূল বিরোধ।এদিকে হত্যা মামলা দায়েরের পর চার আসামিকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো লেফাজ মোল্লা, হোসেন দেওয়ান, শাহজাহান বিশ্বাস ও মিলন আলী।
×