ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মার্কেন্টাইল ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ করেছে বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত: ০৪:৩৮, ৬ নভেম্বর ২০১৪

মার্কেন্টাইল ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ করেছে বাংলাদেশ ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার ॥ আর্থিক অবস্থার অবনতি রোধে বেসরকারী খাতের মার্কেন্টাইল ব্যাংকের পরিচালনা পরিষদে পর্যবেক্ষক নিয়োগ করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের মহাব্যবস্থাপক মোঃ মাসুদ বিশ্বাসকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তিনি ব্যাংকটির পরিচালনা পরিষদের সব বৈঠক ছাড়াও নির্বাহী ও অডিট কমিটির বৈঠকে উপস্থিত থাকবেন। বুধবার বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগ থেকে একটি অফিস আদেশ জারি করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগ থেকে মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান বরাবর পাঠানো চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক সংশোধিত ব্যাংক-কোম্পানি আইনের ৪৯ ধারার ক্ষমতাবলে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে। এতে আরও বলা হয়, ব্যাংকের কর্পোরেট গভনর্ন্সের দুর্বলতা, আর্থিক সূচকের ক্রমাবনতি ও ঝুঁকি ব্যবস্থাপনার দুর্বলতা বিবেচনায় মাসুদ বিশ^াসকে পর্যবেক্ষক নিয়োগ দেয়া হলো। পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালনে তাঁকে সব ধরনের সহযোগিতা দিতে হবে। তাঁর দায়িত্ব পালনের সুবিধার্তে এখন থেকে প্রতিটি পরিষদ বৈঠকের অন্তত তিন কার্যদিবস আগে প্রয়োজনীয় কাগজপত্রসহ বৈঠকে উত্থাপিত সব এজেন্ডা পাঠাতে হবে। একই সঙ্গে তিনি পরিচালনা পরিষদের নির্বাহী কমিটি ও অডিট কমিটির বৈঠকেও উপস্থিত থেকে বাংলাদেশ ব্যাংকের পক্ষে মতামত তুলে ধরবেন বলে এতে উল্লেখ রয়েছে।
×