ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জানা-অজানা

প্রকাশিত: ০৪:৩২, ৬ নভেম্বর ২০১৪

জানা-অজানা

কঙ্কালÑ২ একজন পূর্ণবয়স্ক ব্যক্তির দেহে ২০৬ খানা হাড় থাকে। মানবদেহের কঙ্কালকে প্রধানত ২টি ভাগে ভাগ করা যায়। যথা: (১) অক্ষীয় কঙ্কালÑমাথা ও ধড় (হাত-পা বাদে); (২) উপাঙ্গ কঙ্কাল (হাত ও পা)। মাথার খুলি অনেক হাড়ের পট্টি দিয়ে তৈরি। ঐগুলোই আমাদের মস্তিষ্ককে রক্ষা করে। মেরুদ- ৩৩টি আলাদা আলাদা হাড় দিয়ে তৈরি। এর ৭ খানা হাড়ের অবস্থান আমাদের গর্দানে, ১২ খানার অবস্থান পিঠে আর শেষের ৫ খানার অবস্থান আমাদের পেটের পিছনে। ৫ খানা হাড় থাকে ঔদরিক অঞ্চলে, ৫ খানা থাকে নিতম্বে এবং ৪ খানা থাকে কটিদেশ অঞ্চলে। আমাদের বক্ষদেশ ১২ জোড়া পিঞ্জরাস্থি দিয়ে ঢাকা। অধিকাংশ পিঞ্জরাস্থি বক্ষের মাঝখানে বক্ষাস্থির সঙ্গে সংযুক্ত।
×