ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কর আদায়ে দেশ সেরা মংলা পৌরসভা

প্রকাশিত: ০৪:০৪, ৬ নভেম্বর ২০১৪

কর আদায়ে দেশ সেরা মংলা পৌরসভা

নিজস্ব সংবাদদাতা, মংলা, ৫ নভেম্বর ॥ কর আদায়ে দেশসেরা মংলা পৌরসভা। স্থানীয় সরকার প্রকৌশলী অধিদফতর নগর অঞ্চল প্রকল্প এ তথ্য জানিয়েছে। এ ব্যাপারে একটি চিঠি এসেছে মংলা পৌরসভায়। বুধবার এ প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন পৌরসভার উচ্চমান সহকারী মোঃ সহিদ। তিনি বলেন, নগর অঞ্চল প্রকল্প থেকে মংলা পৌরসভার জন্য পঞ্চম বার্ষিকী এসেসমেন্টে ধার্য্য ছিল ১ কোটি ২৮ লাখ ২৫ হাজার ৬০ টাকা, যা চারটি কোয়ার্টারে ভাগ করে আদায় করতে হবে। কিন্তু প্রথম কোয়ার্টারে ৮২ লাখ ৪৩ হাজার ৯শ’ ৪০ টাকা আদায় হয়ে গেছে। অর্থাৎ ধার্যের ৬৪ দশমিক ২৮ শতাংশ। বাকি কোয়ার্টারে টার্গেট ছাড়িয়ে যাবে বলে মন্তব্য করেছেন তিনি। সহিদ আরও বলেন, নাগরিকদের পৌর কর্তৃপক্ষ বোঝাতে পেরেছে উন্নয়নের জন্য যথাসময়ে কর দেয়া প্রয়োজন। তারা সাড়াও দিয়েছেন। তার প্রতিফলন এটি। আশা করি দেশসেরার মুকুট মংলা পৌরসভা পড়তে যাচ্ছে। এ ব্যাপারে মংলা পৌরমেয়র জুলফিকার আলী বলেন-উন্নয়নের জন্য সকলে আন্তরিক। এ কারণে খুব শীঘ্রই একটি উন্নত বিশ্বের আদলের শহর উপহার পাবে নাগরিকরা। কর আদায়ে সেরাদের তালিকায় পরবর্তীতে যথাক্রমে রয়েছে নওয়াপাড়া, তারাব, কালিয়াকৈর, সিঙ্গাইর, সাভার এবং যশোর পৌরসভা।
×