ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দুর্ধর্ষ রিয়ালের সামনে আজ ভঙ্গুর লিভারপুল

প্রকাশিত: ০৪:৪৫, ৪ নভেম্বর ২০১৪

দুর্ধর্ষ রিয়ালের সামনে আজ ভঙ্গুর লিভারপুল

স্পোর্টস রিপোর্টার ॥ দুর্ধর্ষ, অপ্রতিরোধ্য, অপরাজেয় রিয়াল মাদ্রিদের সামনে আজ আবারও লিভারপুল। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ফুটবলে ‘বি’ গ্রুপের ফিরতি পর্বের ম্যাচে মুখোমুখি হচ্ছে স্প্যানিশ ও ইংলিশ পরাশক্তিরা। রিয়ালের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত হবে কাক্সিক্ষত এই দ্বৈরথ। গত ২২ অক্টোবর প্রথম লেগের ম্যাচে ‘এ্যানফিল্ড জয়’ করে রিয়াল ও রোনাল্ডো। ওই ম্যাচে দ্য রেডসদের ৩-০ গোলে হারায় আসরের বর্তমান শিরোপাধারীরা। প্রায় দুই সপ্তাহের বিরতির পর দ্বিতীয় লেগের ম্যাচে মুখোমুখি হওয়ার অপেক্ষায় রিয়াল ও লিভারপুল। সাম্প্রতিক পারফর্মেন্সের বিবেচনায় রিয়াল নামক ক্ষুধার্ত বাঘের সামনে ভঙ্গুর ও নড়বড়ে লিভারপুল। এই ম্যাচে গৌরবময় রেকর্ডের হাতছানি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সামনে। ক্যারিয়ারের অন্যতম সেরা সময় পার করা ফিফা সেরা ফুটবলার আর মাত্র একটি গোল করলেই চ্যাম্পিয়ন্স লীগের ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ গোলের রেকর্ড স্পর্শ করবেন। অন্যদিকে ইনজুরি কাটিয়ে এই ম্যাচে ফেরার জোর সম্ভাবনা ওয়েলস ফরোয়ার্ড গ্যারেথ বেলের। পক্ষান্তরে টানা হারের বৃত্তে থাকা লিভারপুল নাকি ছক কষছে কিভাবে গোল কম হজম করা যায়! এই ম্যাচে জয় পেলেই শেষ ষোলো নিশ্চিত হবে রিয়াল মাদ্রিদের। আজ মাঠে নামছে আসরের বর্তমান রানার্সআপ এ্যাটলেটিকো মাদ্রিদও। ‘এ’ গ্রুপের ম্যাচে এ্যাটলেটিকোর প্রতিপক্ষ সুইডিশ চ্যাম্পিয়ন মালমো। টুরিনের জুভেন্টাস স্টেডিয়ামে গ্রুপের অপর ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে স্বাগতিক ইংলিশ ক্লাব জুভেন্টাস ও গ্রীসের অলিম্পিয়াকোস। ‘সি’ গ্রুপের ম্যাচে মুখোমুুখি হচ্ছে জেনিট সেইন্ট পিটার্সবার্গ-বেয়ার লেভারকুসেন ও বেনফিকা-মোনাকো। ‘ডি’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে আর্সেনালÑআন্ডারলেচট ও বরুসিয়া ডর্টমুন্ড-গালাতাসারে। কোমরের ইনজুরির কারণে দুই সপ্তাহেরও বেশি সময় মাঠের বাইরে ছিলেন গ্যারেথ বেল। অবশেষে ইনজুরি কাটিয়ে ফিরছেন বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার। দ্য রেডসদের বিরুদ্ধে ফেরার অপেক্ষায় দলের হয়ে অনুশীলনও করেছেন তিনি। গত ১৮ অক্টোবর স্প্যানিশ লা লীগায় লেভান্তের বিরুদ্ধে ৫-০ গোলে জয়ী ম্যাচে ওয়েলসের এই তারকাকে একাদশে রাখেননি রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। যা নিয়ে বেশ সমালোচনা হয়। কিন্তু এরপর লিভারপুল, বার্সিলোনা ও গ্রানাডার বিরুদ্ধেও তাকে খেলাননি কোচ। পরে নিশ্চিত হয়, এর মূল কারণ ইনজুরি। বেলের ফেরা নিয়ে রিয়ালের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়েছে, গত সপ্তাহে রিয়ালের অনুশীলনে ফিরেছেন বেল। অবশ্য লিভারপুলের বিরুদ্ধে বেল খেলবেন এমন নিশ্চয়তা দেননি রিয়াল কোচ। আগের ম্যাচে এ্যানফিল্ডে ৩-০ গোলের জয় তুলে নেয় লস ব্ল্যাঙ্কোসরা। কার্লো আনচেলত্তির দলে মূল একাদশে জায়গা করে নিতে হলে তাই বেলকে ইস্কো ও জেমস রড্রিগুয়েজের সঙ্গে লড়াই করতে হবে। বেলের অনুপস্থিতিতে এ দু’জনই আছেন তুখোড় ফর্মে। প্রথম লেগের ম্যাচে আগ পর্যন্ত ‘এ্যানফিন্ড’ অপয়া ছিল রিয়াল মাদ্রিদ ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জন্য। আগের কোন ম্যাচেই লিভারপুলের এই মাঠ থেকে জয় পায়নি গ্যালাক্টিকোরা। আর সি আর সেভেন দেখা পাননি কোন গোলের। অবশেষে সেই খরা ঘোচে সপ্তাহ দুই আগে। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ফুটবলে এ্যানফিল্ডে জয়ের দেখা পায় গ্যালাক্টিকোরা। আর কাক্সিক্ষত গোল পান বর্তমান ফিফা সেরা ফুটবলার। এর আগে লিভারপুলের মাঠ থেকে কখনই জয় পায়নি রিয়াল মাদ্রিদ। ২০০৮-০৯ মৌসুমে চ্যাম্পিয়ন্স লীগে দু’দলের মুখোমুখিতে রিয়াল হেরেছিল ৪-০ গোলে। এমনকি তারা অন্য দুটি খেলায়ও হার মেনেছিল। ১৯৮১ সালে ইউরোপিয়ান কাপে ১-০ গোলে ও ২০০৮-০৯ মৌসুমে প্রথম লেগেও ১-০ গোলে হেরেছিল রিয়াল। রোনাল্ডোও সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে এ্যানফিল্ডে কখনও গোল পাননি। অবশেষে গত ২২ অক্টোবর রাতে এ্যানফিল্ড জয় করেন রোনাল্ডো ও রিয়াল। ওই ম্যাচে রোনাল্ডোর গোল চ্যাম্পিয়ন্স লীগে ৭০তম। রাউল গঞ্জালেসের ৭১ গোলের রেকর্ড ছুঁতে আর মাত্র একটি গোল চাই ২৯ বছর বয়সী পর্তুগাল অধিনায়কের। রেকর্ডটা হতে যে আর বেশি সময় নেবেন না রোনাল্ডো সেটা অনুমেয়। চলতি মৌসুমে এখন পর্যন্ত মোট ২২ গোল করা ও টানা ১২ ম্যাচে গোল পাওয়া সি আর সেভেন হয়ত আজই গৌরবময় রেকর্ডে ভাগ বসাবেন বা এককভাবে রেকর্ডের মালিক বনে যাবেন। এরপর তাঁর লড়াই শুরু হবে লিওনেল মেসির সঙ্গে। চ্যাম্পিয়ন্স লীগে সর্বকালের সেরা গোলদাতা হওয়ার দৌড়ে মেসি ৬৯ গোল নিয়ে রোনাল্ডোর ঘাড়ে নিশ্বাস ফেলছেন।
×