ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিস্মৃতপ্রায় মার্বেল খেলা

প্রকাশিত: ০৪:৪৪, ৪ নভেম্বর ২০১৪

বিস্মৃতপ্রায় মার্বেল খেলা

গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলা মার্বেল হারিয়ে যেতে বসেছে। আজকাল তেমন চোখেই পড়ে না। মাটিতে ছোট একটি গর্ত করে সেটিকে নিশানা ধরে খেলা হয় মার্বেল। গর্ত লক্ষ্য করে মার্বেল ছোড়া হয়। যার মার্বেল গর্তে বা গর্তের কাছাকাছি যায় সেই জিতে এই খেলায়। গ্রামবাংলার দুরন্ত শিশু, কিশোররা পথে-ঘাটে খেলত এই মার্বেল। সবুজ বনানী ঘেরা পল্লীর মেঠো পথে অভিভাবকের চোখ ফাঁকি দিয়ে শিশু-কিশোররা এক সময় মেতে উঠত এই মার্বেল খেলায়। বেশিরভাগ সময় সকালে বা দুপুরবেলায় হতো এই খেলা। গতকাল বুড়িগঙ্গা নদীর বেড়িবাঁধ এলাকায় এই দুরন্ত শিশুটিকে দেখা গেল আপন মনে মার্বেল খেলতে। ছবিটি তুলেছেন দৈনিক জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী কেএইচ জসিম।
×