ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হিযবুত সন্দেহে ঢাবিতে তিন ছাত্রী আটক

প্রকাশিত: ০৪:৪৪, ৪ নভেম্বর ২০১৪

হিযবুত সন্দেহে ঢাবিতে তিন ছাত্রী আটক

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ দৈনিক জনকণ্ঠে প্রকাশিত সংবাদের সূত্র ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হল থেকে জামায়াতে ইসলামির ‘ইসলামী ছাত্রী সংস্থা’ এবং ‘হিযবুত তাহরীর’ সদস্য সন্দেহে তিন ছাত্রীকে আটক করেছে ছাত্রলীগ ও হল প্রশাসন। সোমবার সকালে ওইসব ছাত্রীদের রুম তল্লাশি করে বিভিন্ন ধরনের জেহাদী বই, মওদুদী ও গোলাম আযমের লেখা বই, হিযবুত তাহরীর এবং শিবিরের বিভিন্ন বই ও লিফলেট পাওয়া যায়। এরপর তাদের হলের কার্যালয়ে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়। গত ২ নবেম্বর রবিবার ‘হিযবুত তাহরীর নিয়ে শিবিরের ঢাবি দখলের মিশন!’ শিরোনামে দৈনিক জনকণ্ঠে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে ছাত্রলীগ ও হল প্রশাসন সন্দেহভাজন ছাত্রী ও ছাত্রদের রুম তল্লাশি করে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। আটকরা হলেন- বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী উম্মে কুলসুম কলি, ইংরেজী বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী মাহমুদা আক্তার এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী মাইমুনা আক্তার। এ সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী সাংবাদিকদের বলেন, এদের হলের ৪০০৬, ১০৯, ১০৬ নম্বর রুম থেকে চিহ্নিত করা হয়েছে। এসব রুম থেকে উদ্ধারকৃত জিনিসগুলো পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব সংগঠনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
×