ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিক্ষোভ, মানববন্ধন

সংবাদ প্রকাশের পর বিরামপুর পৌরসভায় নিয়োগের প্রক্রিয়া বন্ধ

প্রকাশিত: ০৫:৫৮, ১ নভেম্বর ২০১৪

সংবাদ প্রকাশের পর বিরামপুর পৌরসভায় নিয়োগের প্রক্রিয়া বন্ধ

স্টাফ রিপোর্টার, দিনাজপুর, ৩১ অক্টোবর ॥ জনকণ্ঠে সংবাদ প্রকাশের পর বিক্ষুব্ধ জনতার প্রতিবাদের মুখে দিনাজপুরের বিরামপুর পৌরসভার শুক্রবার অনুষ্ঠিতব্য অবৈধ পন্থায় কর্মচারী নিয়োগ প্রক্রিয়া বন্ধ ঘোষণা করা হয়েছে। জনকণ্ঠে সংবাদ প্রকাশের পর শুক্রবার সকালে কর্মচারী নিয়োগ পরীক্ষা স্থগিত করার ঘোষণা দেন দিনাজপুর জেলা প্রশাসক আহমদ আমীম আল রাজী। অবৈধ নিয়োগ পরীক্ষা স্থগিত করায় জেলা প্রশাসককে ধন্যবাদ জানিয়েছেন বিরামপুর উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও উপজেলার সর্বস্তরের মানুষ। ৩১ অক্টোবর শুক্রবার বেলা ১১টায় বিরামপুর সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ে বিরামপুর পৌরসভার ১০ কর্মচারী নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ আসনের জাতীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যানসহ প্রায় সকল দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সকল স্তরের মানুষ বরাবরের মতো এবারের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবি করে আসছিলেন। শুক্রবার সকাল ৯টা থেকে বিরামপুর সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে হাজার হাজার প্রতিবাদী মানুষ সমবেত হতে থাকেন। তারা এক পর্যায়ে স্কুলের প্রধান ফটকে তালা লাগিয়ে দিয়ে বাইরে অবস্থান নেয়। বেলা ১১টার দিকে সাধারণ মানুষ বিরামপুর পৌরসভার সামনের সড়কে মানববন্ধন করে। এরপর তারা পৌরসভা ভবন ঘেরাও করে বিভিন্ন সেøাগান দেয়। এ অবস্থায় খবর আসে, দিনাজপুর জেলা প্রশাসক আজকের এই বিতর্কিত নিয়োগ পরীক্ষা স্থগিত করেছেন।
×