ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দ্বিতীয় দিনের মতো পুঁজিবাজারে সূচকের পতন

প্রকাশিত: ০৬:২৮, ৩০ অক্টোবর ২০১৪

দ্বিতীয় দিনের মতো পুঁজিবাজারে সূচকের পতন

অর্থনৈতিক রিপোর্টার ॥ দরপতনের ধারাবাহিকতায় বুধবারও দ্বিতীয় দিনের মতো দেশের উভয় পুঁজিবাজারে মূল্য সূচক কমেছে। বেশিরভাগ কোম্পানির দর বাড়লেও অপেক্ষাকৃত বড় মূলধনী কোম্পানিগুলোর দর কমার কারণে সার্বিক মূল্যসূচক কমেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় ঘোষণার দিনে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সম্পৃক্ততা বাড়ার কারণে দরপতনের লেনদেন কিছুটা বেড়েছে। ফলে প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন আবারও পাঁচ শ’ কোটি টাকা ছাঁড়িয়েছে। তবে দরপতনের দিনেও শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, সাইফ পাওয়ার টেক, সুহৃদ ইন্ডাস্ট্রিজের শেয়ারের কোন বিক্রেতা ছিল না। বিক্রেতা শূন্য অবস্থাতেও কোম্পানি তিনটির লেনদেন হয়েছে। তবুও দুটি কোম্পানি লেনদেনের সেরা তালিকায় স্থান করে নিয়েছিল। ঢাকার মতো দিনটিতে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সব ধরনের সূচকের পতন ঘটেছে। বাজার পর্যলোচনায় দেখা গেছে, জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির আদেশ ঘোষণার দিনের শুরুতে মূল্যসূচক উর্ধমুখী থাকলেও কিছুক্ষণ পর তা নিম্নমুখী হয়। তবে অল্প সময়ের ব্যবধানে ?সূচক পুনরুদ্ধার হলেও বেলা সাড়ে ১১টার পর থেকে নিম্নমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। বেশিরভাগ কোম্পানির দর বাড়লেও গ্রামীণফোন, স্কয়ার ফার্মার মতো বড় কিছু কোম্পানির দর কমার কারণে ডিএসইর সার্বিক সূচকটি কমে যায়। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের একটি অংশের সক্রিয়তার কারণে সেখানে আগের তুলনায় লেনদেন কিছুটা বেড়েছে। সারাদিন সূচকের ওঠানামা শেষে ডিএসইর সার্বিক সূচকটি আগের দিনের চেয়ে ১৯ পয়েন্ট কমে দাঁড়ায় ৫ হাজার ১০৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০৫ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৯টির, কমেছে ১০৪টির আর অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ার দর। সেখানে লেনদেন হয়েছে ৫৪৫ কোটি ৬৮ লাখ ২৩ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। মঙ্গলবার ডিএসইর সার্বিক সূচক দাঁড়ায় ৫ হাজার ১২৮ পয়েন্টে। ওইদিন লেনদেন হয় ৪৬২ কোটি ৫৯ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। সে হিসেবে বুধবার ডিএসইতে লেনদেন কমেছে ৮৩ কোটি ৮ লাখ ৮০ হাজার টাকা বা ১৭.৯৬ শতাংশ। বুধবার ডিএসইর সেরা-২০ তালিকায় কোম্পানিগুলোর মোট ২৬৩ কোটি ৮০ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ডিএসইর মোট লেনদেনের ৪৮.৩৪ শতাংশ। দিনটিতে ডিএসইতে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে সামিট পূর্বাঞ্চল পাওয়ারের। দিনভর কোম্পানিটির ৪৬ লাখ ৯০ হাজার ৮০০ শেয়ার ২৭ কোটি ৭১ লাখ ৭ হাজার ৫০০ টাকায় লেনদেন হয়েছে। এছাড়া গ্রামীণফোনের ২৩ কোটি ৬১ লাখ, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের ১৯ কোটি ৪ লাখ, এমজেএল বিডির ১৮ কোটি ৩৮ লাখ, খুলনা প্রিন্টিং এ্যান্ড প্যাকেজিংয়ের ১৮ কোটি ৮ লাখ, সামিট পাওয়ারের ১৬ কোটি ৪৩ লাখ, এসিআই লিমিটেডের ১৪ কোটি ৭ লাখ, স্কয়ার ফার্মার ১৩ কোটি ৩৪ লাখ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ১৩ কোটি ৩০ লাখ ও তিতাস গ্যাসের ১২ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : দেশ গার্মেন্টস, সিভিও পেট্রো কেমিক্যাল, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, সাইফ পাওয়ার টেক, খুলনা প্রিন্টিং এ্যান্ড প্যাকেজিং লিমিটেড, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, সিনো বাংলা, বিডি ফাইন্যান্স, বিডিকম ও মিরাকল ইন্ডাস্ট্রিজ। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : পপুলার লাইফ, বিডি অটোকারস, এফবিএফআইএফ মিউচুয়াল ফান্ড, এসিআই ফর্মুলেশন, প্রগেসিভ লাইফ, ইস্টার্ন ইন্স্যুরেন্স, হা-ওয়েল টেক্সটাইল, ইবিএলএনআরবি মিউচুয়াল ফান্ড, স্ট্যান্ডার্ড সিরামিক ও এএফসি এগ্রো বায়োটেক। দিনশেষে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্যসূচক ২৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৯৫৯৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২২১ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৪টির, কমেছে ৯৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির। সেখানে মোট লেনদেন হয়েছে ৪৩ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।
×