ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কিম জং উনের প্রকাশ্যে না আসার রহস্য উদ্ঘাটন

প্রকাশিত: ০৫:২২, ৩০ অক্টোবর ২০১৪

কিম জং উনের প্রকাশ্যে না আসার রহস্য উদ্ঘাটন

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের দীর্ঘদিন প্রকাশ্যে না আসার রহস্য উদ্ঘাটন করেছে দক্ষিণ কোরিয়া। দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থা বলেছে, এক বিদেশী চিকিৎসক উনের বাম পায়ের গোড়ালিতে জমে থাকা পানি অপসারণ করতে অস্ত্রোপচার করেন। খবর টেলিগ্রাফ অনলাইনের। দক্ষিণ কোরিয়ার এক আইন প্রণেতা শিন কিয়ুং-মিন বলেছেন, দেশের জাতীয় গোয়েন্দা সংস্থা মঙ্গলবার এক রুদ্ধদ্বার ব্রিফিংয়ে পার্লামেন্ট সদস্যদের জানিয়েছেন যে, এক বিদেশী চিকিৎসক সেপ্টেম্বর অথবা অক্টোবর মাসে উনের অস্ত্রোপচার করেন। তবে স্থ’ূলতা, ধূমপান ও ব্যস্ত জনকর্মসূচী থাকার কারণে উনের গোড়ালিতে আবার পানি জমতে পারে। শিন এই ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন। গত ৩ সেপ্টেম্বরের পর তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। এরপর তিনি ১৪ অক্টোবর ছড়ি হাতে প্রকাশ্যে আসেন। তখন তাকে হাস্যোজ্জল ও কৃশ দেখাচ্ছিল। উনের অনুপস্থিতিকে কেন্দ্র করে দু’টি গুজব শোনা যাচ্ছিল। একটি তার স্বাস্থ্য নিয়ে এবং দ্বিতীয়টি, উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ন্ত্রণ নিয়ে ষড়যন্ত্র। তবে কিম দীর্ঘসময় জনসম্মুখে অনুপস্থিত থাকার পর দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ২৬ সেপ্টেম্বরে তার অসুস্থতার খবর জানিয়েছিল। শিন বলেছেন, গোয়েন্দা সংস্থা উনের এই অসুখকে টারসেল টানেল সিন্ড্রোম বলে চিহ্নিত করেছে। এটি খুবই যন্ত্রণাদায়ক এবং এটি স্নায়ু সংকোচন ও মাঝে মাঝে পানি জমে যাওয়ার কারণে হয়ে থাকে। অন্যান্য চিকিৎসা ব্যর্থ হলে সাধারণত শেষ উপায় হিসেবে অস্ত্রোপচার করা হয়।
×