ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যৌতুকের জন্য রাজশাহীতে গৃহবধূকে নির্যাতন

প্রকাশিত: ০৬:৪০, ২৯ অক্টোবর ২০১৪

যৌতুকের জন্য রাজশাহীতে গৃহবধূকে নির্যাতন

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী চারঘাটে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনের নির্যাতনে এক গৃহবধূ গুরুতর জখম হয়েছেন। শিলা খাতুন নামের এ গৃহবধূকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। সোমবার রাতে উপজেলার অনুপমপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গৃহবধূ শিলার বাবা স্বামীসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। শিলার বাবা জয়েন উদ্দিন জানান, অনুপমপুর গ্রামের আকবর হোসেনের ছেলে রুবেলর সঙ্গে তার মেয়ের বিয়ে হয় এক বছর আগে। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য নানাভাবে নির্যাতন করে আসছিল রুবেল ও তার পরিবারের সদস্যরা। সর্বশেষ সোমবার গভীর রাতে শিলার ওপর অমানসিক নির্যাতন চালানো হয়। রাতেই শিলার বাবা খবর পেয়ে শ্বশুরবাড়ি থেকে শিলাকে উদ্ধার করে নিয়ে আসতে চাইলেও বাধা দেয়া হয়। পরে থানায় ঘটনাটি জানালে পুলিশ সকালে আহত শিলাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
×