ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রাজশাহীর চারঘাটে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

প্রকাশিত: ০৬:৩৮, ২৯ অক্টোবর ২০১৪

রাজশাহীর চারঘাটে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

মাদক বিক্রির প্রতিবাদ করায় স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ জেলার চারঘাটে মাদক সেবন ও বিক্রির প্রতিবাদ করায় দুইপক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আব্দুস সালাম ও সাজেদ আলী নামের দুইজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলার বামনীদহ গ্রামে এ ঘটনা ঘটে। এ নিয়ে ওই গ্রামে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। জানা যায়, উপজেলার বামনীদহ এলাকার আব্দুল আজিজ দীর্ঘদিন ধরে নিজ বাড়ির পাশে প্রকাশ্যে গাঁজা সেবন ও বিক্রি করে আসছে। এ নিয়ে প্রতিবেশী আনার আলীর পরিবার তাকে নিষেধ করছিল। সোমবার বিকেলে আনার ও তার স্ত্রী রেণু বেগম আজিজকে মাদকের আসর না বসানোর অনুরোধ জানালে বিতর্কে জড়িয়ে পড়ে গাঁজা বিক্রেতা আজিজ। এ ঘটনার জের ধরে মঙ্গলবার দুপুরে আবারও দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক ও উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে উভয়ে লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আনার আলী ও তার স্ত্রী রেণু বেগম, ছালাম, নিলুফা বেগম, জামাল, আজিজ, মাজেদ ও সাজেদসহ ১০ জন আহত হয়।
×