ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

১৩ নবেম্বর সংসদ বসছে

প্রকাশিত: ০৪:৩৭, ২৯ অক্টোবর ২০১৪

১৩ নবেম্বর সংসদ বসছে

সংসদ রিপোর্টার ॥ সংসদ অধিবেশন বসছে আগামী ১৩ নবেম্বর। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে ওইদিন বিকেল ৪টায় অধিবেশনটি শুরু হবে। এটি হবে দশম জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন। রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ মঙ্গলবার এ অধিবেশন আহ্বান করেন। সংসদ সচিবালয়ের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এ অধিবেশন আহ্বান করেছেন। তবে এ অধিবেশনটিও হবে সংক্ষিপ্ত। সংক্ষিপ্ত হলেও চতুর্থ অধিবেশনে প্রত্যক্ষ গোপন ভোটে সম্প্রতি বিশ্বের শীর্ষ দুটি আন্তর্জাতিক সংসদীয় ফোরাম সিপিএতে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী চেয়ারপার্সন এবং ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নে (আইপিইউ) সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তাঁদের ধন্যবাদ জানিয়ে সাধারণ আলোচনা হতে পারে। স্থান পেতে পারে মন্ত্রিত্ব ও দল থেকে বহিষ্কৃত আবদুল লতিফ ইস্যুটিও। এছাড়া বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল এ অধিবেশনে উত্থাপিত ও পাস হতে পারে বলে জানিয়েছে সংসদ সচিবালয়।
×